
শনিবার ২৪ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: জল বাঁচানো হোক কিংবা পরিবেশ নিয়ে সচেতনতা—সামাজিক বিষয়ে সবসময়ই সরব আমির খান। কিন্তু তাই বলে রাজনীতিতে পা রাখার কোনো ইচ্ছেই নেই তাঁর। বছর কয়েক আগে এক সম্মেলনে এসে এই বলি-অভিনেতা একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন—“রাজনীতি আমার জগৎ নয়। আমি শিল্পী, একজন গল্পকার। আমি মন জিততে চাই, ভোট নয়।” "আমি রাজনীতির মানুষ নই। রাজনীতি আমার জন্য নয়। আমি একজন কমিউনিকেটর। আমি মানুষের সঙ্গে কথা বলতে চাই, তাঁদের প্রভাবিত করতে চাই, কিন্তু রাজনীতির মাধ্যমে নয়,"—শোনা গিয়েছিল আমিরের মুখে।
“আমি রাজনীতিতে আগ্রহী নই… বরং রাজনীতি আমাকে ভয়ও পাইয়ে দেয়। কে না রাজনীতিকেভয় পায় বলুন? তাই আমি রাজনীতিকে দূরেই রাখি। আমি মানুষকে বিনোদন দিতে চাই, তাঁদের মনে জায়গা করে নিতে চাই আমার গল্প দিয়ে। আমি বিশ্বাস করি, একজন সৃজনশীল মানুষ হিসেবে আমি যা করতে পারব, রাজনীতিক হয়ে তা পারব না।”
বেশ কয়েক বছর ধরে মহারাষ্ট্রে জলের সমস্যা নিয়ে নিরলসভাবে কাজ করছেন আমির খান। তাঁর ‘পানি ফাউন্ডেশন’ গ্রামীণ স্তরে জল সংরক্ষণ এবং ওয়াটারশেড ম্যানেজমেন্ট নিয়ে মানুষকে সচেতন করে চলেছে। আমিরের মতে, “জলের সংকটের মোকাবিলা করতে হলে, মানুষকে নিজে থেকেই এই সমস্যাকে নিজের সমস্যা হিসেবে নিতে হবে। সরকার একা কিছু করতে পারবে না। জনগণই হতে হবে সমস্যার সমাধান।” আমিরের মতে, “এটা একটা জনআন্দোলন হওয়া উচিত। যত বেশি মানুষ এগিয়ে আসবেন, তত ভালো। আমাদের পদ্ধতি বরাবরই অন্তর্ভুক্তিমূলক। আমরা চাই, আরও বেশি করে মানুষ এই আন্দোলনের অংশ হোক”।
সেই আলোচনায় স্পষ্ট ভাষায় আমির খান জানিয়েছিলেন, পরিবেশের উপর যেসব ক্ষতি হচ্ছে, তার মূল উৎস আমাদের আজকের জীবনযাপন। তাঁর কথায়— “আমরা ফোন, টিভি, সিনেমা, কম্পিউটার—এত কিছু ব্যবহার করছি, এত প্রাকৃতিক সম্পদ নষ্ট করছি। আমাদের বাঁচতে হলে নিজেদের জীবনধারা বদলাতে হবে। আর সেটা এখনই।" সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো সহজ, কিন্তু তাতে সমাধান হয় না—এ কথাও বারবার বলেছিলেন আমির।
“হ্যাঁ, নাগরিক হিসেবে আমাদের উচিত সরকারকে প্রশ্ন করা, কারণ তারাই আমাদের কাছে জবাবদিহি। কিন্তু যদি আমরাই নিজেদের দায় স্বীকার না করি, তাহলে বদল কীভাবে আসবে?” — মন্তব্য ছিল আমিরের। শেষে তাঁর সংযোজন ছিল, “মহারাষ্ট্র সরকার জল সংকট মোকাবিলায় যথেষ্ট উদ্যোগ নিচ্ছে। কিন্তু আমরা নাগরিকরা যদি পাশে না দাঁড়াই, তাহলে একার পক্ষে কিছুই সম্ভব নয়।”
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?